Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped




“ সবাই মিলে সঞ্চয় করি, স্মার্ট বাংলাদেশ গড়ি ”

পূর্ণ মেয়াদান্তে পরিবার সঞ্চয়পত্র মুনাফার হার: ১১.৫২%,   তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে মুনাফার হার: ১১.০৪%, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে মুনাফার হার: ১১.২৮% এবং পেনশনার সঞ্চয়পত্রে মুনাফার হার: ১১.৭৬% 

২০২৩-২৪ অর্থবছরে সঞ্চয়পত্রের অর্জিত মুনাফা হতে কর্তিত উৎসে কর প্রত্যয়নপত্র জেলা সঞ্চয় অফিস/ব্যুরো , মাদারীপুর অফিস হতে বিতরণ করা হচ্ছে

****    প্রাইজবন্ড ' ড্র ' অনুসন্ধানকারী মোবাইল  অ্যাপস ( PBRIS) ****


শিরোনাম
অনলাইনে সঞ্চয় পত্র ক্রয়
বিস্তারিত

অনলাইনে সঞ্চয় পত্র ক্রয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকাঃ-

১। ক্রেতার ক্ষেত্রেঃ

(ক) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি (খ) ই-টিন( e-TIN) সার্টিফিকেটের ফটোকপি (এক লক্ষ টাকার বেশী হলে) (গ) ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (ঘ) MICR (এমআইসিআর) চেকের পাতা ও চেক পাতার ফটোকপি

২। নমিনির ক্ষেত্রেঃ- (ক) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি (খ) ক্রেতা কর্তৃক সত্যায়িত ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।

৩। পেনশনার সঞ্চয় পত্র ক্রয়ের ক্ষেত্রেঃ

ভবিষ্য তহবিল এবং প্রাপ্ত আনুতোষিকের চুড়ান্ত মঞ্জুরী আদেশ, পিপিও নম্বর সম্বলিত পেনশন বইয়ের ফটোকপি এবং প্রযোজ্য ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক পুরণকৃত পিএসসি ফরম-২ ইস্যু অফিসে জমা দিতে হবে।

প্রকাশের তারিখ
30/09/2020
আর্কাইভ তারিখ
01/10/2020