অনলাইনে সঞ্চয় পত্র ক্রয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকাঃ-
১। ক্রেতার ক্ষেত্রেঃ
(ক) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি (খ) ই-টিন( e-TIN) সার্টিফিকেটের ফটোকপি (এক লক্ষ টাকার বেশী হলে) (গ) ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (ঘ) MICR (এমআইসিআর) চেকের পাতা ও চেক পাতার ফটোকপি
২। নমিনির ক্ষেত্রেঃ- (ক) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি (খ) ক্রেতা কর্তৃক সত্যায়িত ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
৩। পেনশনার সঞ্চয় পত্র ক্রয়ের ক্ষেত্রেঃ
ভবিষ্য তহবিল এবং প্রাপ্ত আনুতোষিকের চুড়ান্ত মঞ্জুরী আদেশ, পিপিও নম্বর সম্বলিত পেনশন বইয়ের ফটোকপি এবং প্রযোজ্য ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক পুরণকৃত পিএসসি ফরম-২ ইস্যু অফিসে জমা দিতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস